কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
জেলা ক্রীড়া অফিসারের কাযালয়, গোপালগঞ্জ। গোপালগঞ্জ জেলা সদরের চাঁদমারী রোডস্থ ২২২ নম্বর হোল্ডিং এর ৫ম তলা বিশিষ্ট পাকা ভবনের চতুর্থ তলায় জেলা ক্রীড়া অফিস। জেলা প্রশাসক, গোপালগঞ্জ মহোদয়ের অফিস হতে মান্দারতলা বিশ্ব রোডে যাওয়ার পথে চাঁদমারী রাস্তার ডানপার্শে অবস্থিত।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের সরাসরি নিয়ন্ত্রণে জেলা ক্রীড়া অফিস। জনসাধারণের মধ্যে ক্রীড়া সচেতনতা সৃষ্টি, ক্রীড়া প্রতিভার বিকাশ, অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা, গ্রামীণ খেলাধুলার আয়োজন, শিক্ষাঙ্গনের ছেলে ও মেয়েদের খেলাধুলার বিকাশ ঘটানোই মূল কাজ।।জেলা ক্রীড়া অফিস ক্রীড়া পরিদপ্তরের প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।বার্ষিক ক্রীড়া কর্মসূচির মাধ্যমে ক্রীড়ার বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণের আযোজন করছে। প্রশিক্ষণ ও প্রতিযোগিতা উপজেলা পযায়ে বাস্তবায়ন করা হয়।তৃণমূল পযায়ের ছেলে ও মেয়েরা এই প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায়।ফলে তৃণমূল হতে অনেক প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি হয়। এই সব প্রতিভাবান খেলোয়াড়রা প্রতিভা বিকাশের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ক্রীড়াচর্চার মাধ্যমে যুব সমাজ নিজকে সঠিকপথে পরিচালনা করারও সুযোগ পাচ্ছে। সুস্থ, সুশৃংখল ও দক্ষ জাতিগঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস